ওমান-ইরানে ঘূর্ণিঝড় শাহীনে নিহত ৯

ঘূর্ণিঝড় ‘শাহীনের’ আঘাতে ইরানে ছয় জন এবং ওমানে তিন জন নিহত হয়েছেন। দেশ দুটির সরকারি গণমাধ্যম এ খবর জানিয়েছে। রোববার আঘাত হানা এই ঝড় সম্পর্কে ওমানের সরকারি সংবাদ সংস্থা বলেছে, দেশটির উপকূলীয় এলাকায় এ ঝড়ের প্রভাবে সৃষ্ট পানির তোড়ে ভেসে যাওয়া এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।


এছাড়া ভারী বর্ষণের কারণে দেশটির একটি শিল্পাঞ্চলে পাহাড় ধসে দুই এশীয় শ্রমিক নিহত হয়েছেন। ওমানের সরকারি সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বর্ষণে ওমানের একটি শিল্পাঞ্চলে পাহাড় ধসে দুই এশীয় শ্রমিক নিহত হয়েছেন।


এছাড়া পানির স্রোতে ভেসে যাওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন। ওমানের রাজধানী মাসকটে সব ধরনের উড়োজাহাজের ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ স্থগিত করা হয়েছে। এরই মধ্যে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

Share this news on: