জলবায়ু বিজ্ঞানে বিশেষ অবদানে পদার্থবিদ্যায় নোবেল জিতলেন ৩ জন

জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ কী, পৃথিবীর জলবায়ু পরিবর্তনে মানুষ কী ধরনের প্রভাব ফেলছে, বৈশ্বিক উষ্ণায়ণ এবং পরমাণু থেকে গ্রহ পর্যন্ত পরিসরে পৃথিবীর বিভিন্ন দৈব ঘটনার প্রকৃতি ও এর ব্যাখ্যা নিয়ে ধারণার নতুন ভিত্তি দিলেন তিন বিজ্ঞানী। 


তাঁরা যৌথভাবে এমন একটি ভৌত মডেল আবিষ্কার করেছেন যা এসব ঘটনার ব্যাখ্যা এবং ভবিষ্যৎ ফলাফলের আগাম ধারণা দিতে পারে।


এই অসাধারণ আবিষ্কারের জন্যই পদার্থ বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার জিতে নিলেন তিন বিজ্ঞানী। আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে জাপানের সুকুরো মানাবে, জার্মানির ক্লস হ্যাসেলমান, ইতালির জর্জিও প্যারিসি।

Share this news on: