ময়মনসিংহে শিল্পকলা একাডেমী সম্মাননা পাচ্ছেন ১০ ব্যক্তি ও সংগঠন

ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পাচ্ছেন ১০ ব্যক্তি ও সংগঠন। ২৩ ফেব্রুয়ারি তালিকায় থাকা সংগঠন ও ব্যক্তিদের এই পদক দেয়া হবে।

জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৮ প্রাপ্তদের তালিকায় রয়েছেন- আমজাদ হোসেন (কণ্ঠশিল্পী), সাইফুল ইসলাম দুদু (নাট্যকলা), সারোয়ার জাহান আবৃতি (উপস্থাপনা), একেএম হাসিম উদ্দিন (লোকসংস্কৃতি) ও ঝিলিক নাট্য সংস্থা (আঞ্চলিক সৃজনশীল সংগঠন)।

সম্মাননা-২০১৯ এর তালিকায় রয়েছে বাউল সুনীল কর্মকার (কণ্ঠশিল্পী), জয়নাল আবেদীন (নৃত্যকলা), নিজাম মলি­ক নিজু (নাট্যকলা), আনোয়ারা সুলতানা (আবৃতি) ও সন্দীপন সাংস্কৃতিক সংস্থা (আঞ্চলিক সৃজনশীল সংগঠন)।

জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ২০১৮ ও ২০১৯ এই দুই বছরে ৫ জন করে মোট ১০ জনকে জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননা প্রদান করা হচ্ছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: