সারাদেশে হাফ ভাড়া চায় শিক্ষার্থীরা, নতুন কর্মসূচির ডাক

শুধু ঢাকায় নয় সারাদেশে হাফ ভাড়া কার্যকর চাই আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে নিরাপদ সড়কের দাবি তাদের।  ঢাকা মহানগরীতে হাফ ভাড়ার সিদ্ধান্তকে নাকচ করে ৯ দফা নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে এ ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। 

 
এর আগে দুপুরে দাবির ব্যাপারে কথা বলতে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হকের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বিআরটিএ চেয়ারম্যানের নূর মোহাম্মদ মজুমদারের কক্ষে যায়। সেখানে গণপরিবহনে হাফ ভাড়াসহ ৯ দফা দাবির বিষয়ে আলোচনা করলেও ফলপ্রসূ ঘোষণা বা প্রতিশ্রুতি পায়নি শিক্ষার্থীরা।

পরে ইনজামুল হক সাংবাদিকদের বলেন, আমাদের দাবি মানা হয়নি। দাবি পূরণের বিষয়ে আশ্বাসও দেয়নি। এ কারণে আগামীকাল (বুধবার) সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

Share this news on: