‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ঘোষণা দেবে সরকার

যারা করোনার টিকা নেননি, এখন থেকে তারাও সরকারি-বেসরকারি দপ্তরে কোনো সেবা পাবেন না; এমন ঘোষণা দিতে যাচ্ছে সরকার। 

আজ মঙ্গলাবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘আগে ছিল নো মাস্ক, নো সার্ভিস। এখন নো ভ্যাকসিন, নো সার্ভিস এটা আমরা বলতে চাচ্ছি। এটা আমরা করতে পারলে টিকা কার্যক্রম আরও বেগবান হবে, মানুষ টিকা নিতে আসবে। নো ভ্যাকসিন, নো সার্ভিস এটা চিঠির মাধ্যমে সব মন্ত্রণালয়কে জানিয়ে দেব। বেসরকারি সংস্থায়ও জানিয়ে দেব।’ 

৬০ বছরের বেশি বয়সীদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বলছি মাস্ক না পরলে যেন জরিমানা করা হয়। মোবাইল কোর্ট চালাতে বলা হয়েছে।’ 

সব মন্ত্রণালয়কে এখন থেকে ভার্চুয়াল সভা করতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করা হোক। নতুন করে যেন কোনো অনুষ্ঠান না নেওয়া হয় আমরা সেই পরামর্শ দেব।’        

Share this news on: