চাকরি হারালেন বিমানের পাইলট মাহবুব

চাকরির মেয়াদ আরও ৮ বছর থাকলেও চাকরিচ্যুত করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মাহাবুবুর রহমানকে। 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে গত ২৯ নভেম্বর মাহাবুবুর রহমানকে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়।

ক্যাপ্টেন মাহাবুুবুর রহমান বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি। 

এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি তিনি। 
তবে বিমান সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বেতন-ভাতা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের অসন্তোষের জেরে মাহাবুবুর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। 

জানা গেছে, বেতন-ভাতা নিয়ে বেশ কিছু দিন ধরে অসন্তুষ্ট ছিলেন বিমানের পাইলটরা। এরই জেরে গত ২৫ অক্টোবর থেকে তাদের চুক্তি অনুযায়ী কর্মঘণ্টার অতিরিক্ত সময় কাজ করা থেকে বিরত থাকেন। তাতে বিমানের বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়; দুর্ভোগে পড়েন যাত্রীরা।

একাধিক পাইলট জানান, শ্রম আইন ও বিমানের সার্ভিস রুল লঙ্ঘন করে ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। বিমানের ফ্লাইট বিলম্ব কি পাইলট, না বিমানের মিস প্ল্যানের কারণে হয়েছে সেটি আগে খতিয়ে দেখা উচিত ছিল।

Share this news on: