রিমান্ডে নেয়ার হুমকির অভিযোগ , রামপুরায় শিক্ষার্থীদের বিক্ষোভ

নিরাপদ সড়ক সহ বিভিন্ন দাবিতে আজ ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। রামপুরায় শিক্ষার্থীরা জ্বর হতে থাকল সেখানে পুলিশ সদস্যদের বিরুদ্ধে
 একজন শিক্ষার্থীর নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ করে আন্দোলনকারীরা।

এক এসআইয়ের বিরুদ্ধে একজন শিক্ষার্থীর গায়ে হাত তোলার অভিযোগও করে বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা।


এ ঘটনায় পুলিশের ওই এসআই গায়ে হাত তোলার কথা অস্বীকার করে বলেছেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি।’

শিক্ষার্থীরা আগামীকাল শনিবার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে। শনিবার সকাল ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে লালকার্ড প্রদর্শন কর্মসূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।

মানববন্ধনে আসা দুই শিক্ষার্থী কানিজ ফাতেমা ও সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস বলেন, ‘পুলিশ সুকৌশলে আমাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছে। আজও আমাদের এক শিক্ষার্থী আন্দোলনে আসলে তাঁর আইডি কার্ড দেখতে চায়। পরে তাঁর রেজিস্ট্রেশন কার্ড দেখালে সেটা মুচড়ে ফেলে দেয় পুলিশ।’

আন্দোলনে খিলগাঁও মডেল কলেজ, বনশ্রী মডেল কলেজ, খিলগাঁও গভর্নমেন্ট কলেজ, একরামুন্নেছা কলেজ, কাজী নজরুল ইসলাম কলেজ, রাজধানী আইডিয়াল কলেজ ও ন্যাশনাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

Share this news on: