টানা তিন দিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও ৩১ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জন। পরীক্ষার অনুপাতে এদিন করোনা শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭২১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।

দেশে করোনা সংক্রমণে গত জানুয়ারি মাসে মারা গেছেন ৩২২ জন। এরমধ্যে ৮৮ জন টিকা নিয়েছিলেন, বাকি ২৩৪ জন টিকা নেননি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে আরও জানানো হয়, ওই মাসে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৭ দশমিক ৩ শতাংশ টিকা নিলেও ৭২ দশমিক ৭ শতাংশ টিকা নেয়নি।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ১৯ জনের। এ ছাড়া চট্টগ্রামে ৭ জন, সিলেটে ২ জন, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। মৃত ৩১ জনের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ১৬ জন।

Share this news on: