ইউক্রেনের দুটি অঞ্চলকে রাষ্ট্র ঘোষণা দিয়ে সেনা পাঠাচ্ছেন পুতিন

পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে দোনেৎস্ক ও লুহানস্ক।

এর আগে তিনি ইউক্রেন থেকে আলাদা হতে চাওয়া এই অঞ্চল ২টিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এদিকে এই ঘটনায় বড় যুদ্ধের আশঙ্কা করছে পশ্চিমা দেশগুলো।

গতকাল এক দীর্ঘ টেলিভিশন ভাষণে পুতিন বলেন, ইউক্রেন রাশিয়ার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। পূর্ব ইউক্রেনকে প্রাচীন রাশিয়ার ভূমি ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ঠিক কত সংখ্যক সৈন্য সেখানে পাঠানো হবে তা রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেননি। তবে বলেছেন যে এখন সেখানে সেনা ঘাঁটি তৈরির অধিকার রাশিয়ার রয়েছে।

দীর্ঘ এই বক্তব্যে পুতিন ইউক্রেনের সম্পর্কে বলেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কলোনি যেটা 'পুতুল সরকারের' মাধ্যমে চলছে।

তিনি বলেন, "ইউক্রেন কোন দিনই প্রকৃত রাষ্ট্র ছিল না এবং আধুনিক ইউক্রেন রাশিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে।"

ইউক্রেনকে নেটোর সঙ্গে যুক্ত হওয়ার ধারণাকে তিনি রীতিমত আক্রমণাত্মক ভাবে বলেন "এটা সরাসরি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি"।

পুতিন যুক্তি দেন, নেটো রাশিয়ার নিরাপত্তার বিষয়টা আমলে নেয়নি।

ভাষণ শেষ করার সময় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন যে রাশিয়াপন্থী বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলগুলোকে স্বীকৃতি দেবে রাশিয়া।

এর আগে সোমবার সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে দীর্ঘ বৈঠকে পুতিন সিদ্ধান্ত নেন দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণা করা হবে। রুশ সংবাদ সংস্থার সূত্রে জানা যায়, ওই বৈঠকে পুতিন বলেন, ‘আপনাদের সবার মতামত জানলাম। আজই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Share this news on: