ইউক্রেন-রাশিয়া বৈঠকে বসবে বেলারুশ সীমান্তে: জেলেনস্কি

ইউক্রেনের প্রতিনিধিদল কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্ভাব্য এ বৈঠক সম্পর্কে রাশিয়া বা বেলারুশ কোনো বিবৃতি দেয়নি।

ইউক্রেন-বেলারুশ সীমান্তে এ বৈঠক হবে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুসের নেতা আলেক্সান্ডার লুকাশেংকোর সঙ্গে কথা বলার পর একটি বিবৃতি দিয়েছেন।


বৈঠক চলাকালে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকো নিয়েছেন বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।


এর আগে জেলেনস্কি বলেছিলেন, যেহেতু বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুশের ভেতরে কোনো বৈঠকে তিনি যাবেন না।

Share this news on: