পুতিনের সঙ্গে বৈঠক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, কি বিষয়ে?

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গতকাল শনিবার বেনেট পুতিনের সঙ্গে ক্রেমলিনে এই বৈঠক করেন। বেনেটের মুখপাত্র এমনটি জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 


ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ক্রেমলিনে তাঁদের তিন ঘণ্টার বৈঠকে, বেনেট পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধে আটকে পড়া বৃহৎ ইহুদি সম্প্রদায়ের বিষয়টিও উত্থাপন করেছেন। 


বেনেটের মুখপাত্র জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর, বেনেট জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে আলোচনার জন্য বার্লিনে চলে যান। 

পুতিনের সঙ্গে বৈঠকের সময় বেনেটের সঙ্গে ছিলেন তাঁর ইউক্রেনীয় বংশোদ্ভূত আবাসনমন্ত্রী জিভ এলকিন। 

Share this news on: