মস্কোর দাবি মানলেই হামলা বন্ধ হবে : পুতিন

মস্কোর দাবি মেনে নেওয়া হলে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হবে- তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে ফোনালাপে এমনটিই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবার (৬ মার্চ) এই ফোনালাপ হয় বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পরিকল্পনা অনুসারেই চলছে বলেও এরদোয়ানকে জানান পুতিন।

ইউক্রেনে স্থল, আকাশ ও নৌপথে রুশ হামলা একটি বিশেষ সামরিক অভিযান বলে দাবি করছে রাশিয়া। তাদের মতে, এই অভিযানের লক্ষ্য দেশটিকে নাৎসিমুক্ত করা।

অন্যদিকে তুরস্ক প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, পুতিনকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।



Share this news on: