ইউক্রেন অস্ত্র না ফেললে হামলা বন্ধ হবে না: পুতিন

ইউক্রেনীয়রা অস্ত্র ফেলে না দিলে রাশিয়া হামলা বন্ধ করবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন ইস্যুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সাথে টেলিফোনে আলাপের সময় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

অন্যদিকে রবিবার আবারও রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে জনগনের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, রাশিয়া যদি যুদ্ধাপরাধ করে তবে তাদের বাহিনীকে কবরে পাঠিয়ে দেয়া হবে।

এদিকে, আজ জাতিসংঘের শীর্ষ আদালতে ইউক্রেনে গণহত্যা বিষয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। জাতিসংঘ বলছে, চলমান যুদ্ধে ৩৬৪ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে রাশিয়াতে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকান এক্সপ্রেস। এছাড়া যুদ্ধ বন্ধে আবারও বিক্ষোভে নেমেছে যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা ও ইউরোপের বেশ কয়েকটি দেশের শত শত নাগরিক।

Share this news on: