৭ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু নিজের মতো করে দিয়েছিলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,কিছু কিছু চিন্তাবিদ ভাষণ লিখে দিয়েছিলেন। অনেক ছাত্রনেতা অনেক পরামর্শ দিয়েছিলেন, ভাষণে সরাসরি স্বাধীনতা ঘোষণা দিতে বলেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু নিজের মতো করে, ঠিক কি কি করতে হবে, তা ভাষণের মাধ্যমে জানিয়েছিলেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

এসময় শেখ হাসিনা বলেন, 'আমার বাবার কাছে সবাই এসেছে, বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়েছে। আমার মা সেসময় আব্বাকে ডেকে বলেছিলেন যে, সারা জীবন তুমি সংগ্রাম করেছো মানুষের জন্য। সারা বাংলাদেশ তুমি ঘুরেছো। তুমি জানো এদেশের মানুষের জন্য কোনটা ভালো। তোমার মনে যে কথা আসবে, তুমি ঠিক সেই কথাগুলোই বলবা। কারও কথা শোনার তোমার প্রয়োজন নেই।'

তিনি আরও বলেন, 'সেই দিনের সেই ভাষণের দিকে খেয়াল করে দেখেন, তার হাতে কোনো কাগজ ছিলনা। কিন্তু তিনি একাধারে বঞ্চনার ইতিহাস বলে যাচ্ছেন, ঠিক তারপরই করণীয়গুলো বলেছেন।'

এসময় প্রধানমন্ত্রী বলেন, 'একটি ভাষণ কীভাবে একটি জাতিকে উদ্বুদ্ধ করে, তা বার বার মনে করিয়ে দেয় ৭ই মার্চের ভাষণ। বিশ্বের বহু নেতা ঐতিহাসিক ভাষণ দিয়েছেন যেগুলো কাগজে লেখা, কিন্তু জাতির পিতার ৭ই মার্চের ভাষণ, তার জীবন সংগ্রাম থেকে উদ্বুদ্ধ হয়ে দেয়া। অনেকেই এই ভাষণ আর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে ফেলতে বারবার উদ্যত হলেও, তারা আর কোনদিনই এই অপচেষ্টায় সফল হবে না বলে মন্তব্য করেন শেখ হাসিনা।'

Share this news on: