শাহজালাল বিমানবন্দরে মশার উৎপাত

শাহজালাল বিমানবন্দর থেকে বিদেশে যেতে বা ফিরে এসে মশা নিয়ে যাত্রী ও স্বজনদের অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশনা থাকলেও চিত্র বদলায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ঢাকা শহরের সবচেয়ে পরিষ্কার ও আলোকিত একটি জায়গা বিমানবন্দর। আশপাশের এলাকাগুলো পরিষ্কার না থাকার কারণে মশা উড়ে বিমানবন্দরে আসে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, আশপাশের চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে উত্তরা, বাউনিয়া, নিকুঞ্জ, কাউলা—এসব এলাকা থেকে বিমানবন্দরে মশা এসে ভিড় করে। এসব স্থানে মশার উৎপত্তিস্থলগুলো বন্ধ করা গেলে উপদ্রব কমত।

গত ২২ ফেব্রুয়ারি বিমানবন্দরে মশার উৎপাত নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেন হাইকোর্ট। এ বিষয়ে বেবিচককে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য রেখেছেন আদালত।

বেবিচক সূত্রে জানা গেছে, মশার উৎপাত নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার ওই প্রতিবেদন গতকাল পর্যন্ত আদালতে দেওয়া হয়নি।

Share this news on: