'তৃতীয় দফার শান্তি আলোচনায় কোন সুরাহা হয়নি ইউক্রেন ইস্যুতে'

অভিযোগ ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ইউক্রেনের ৬টি শহরে মানবিক করিডোর চালুর ঘোষণা দিলেও রুশ বাহিনীর হামলার কারণে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হচ্ছে না।
বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রুশ সেনাদের হামলা অব্যাহত রেখেছে , এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, মারিওপোলের যে পথ দিয়ে জরুরি সহায়তা আসে সেখানে স্থল মাইন পুঁতে রেখেছে রাশিয়া।

ঐ ভিডিও বার্তায় তিনি আরও বলেন, 'বাসিন্দাদের উদ্ধারে পাঠানো বাসগুলো হামলার পর সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি। এ পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে পশ্চিমারা।'

এদিকে, সোমবার বেলারুশ সীমান্তে তৃতীয় দফায় বৈঠকে বসেছিলেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল। তবে আলোচনায় অগ্রগতি তেমন একটা হয়নি বলে জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন।

বৈঠকে মানবিক করিডোর চালু ও বেসামরিক নাগরিকদের উদ্ধারের বিষয়ে আলোচনা করে দুপক্ষ।

Share this news on: