নিষেধাজ্ঞার কারণে রাশিয়া আরও শক্তিশালী হয়ে উঠবে: পুতিন

রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার প্রভাবে পশ্চিমাদেরই বেশি ক্ষতি হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে পশ্চিমা বিশ্বে খাদ্য ও জ্বালানির দাম বাড়বে। বিপরীতে, মস্কো এসব সমস্যার সমাধান করবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে বলে জানান এই নেতা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ মার্চ) অনুষ্ঠিত রুশ সরকারের বৈঠক টেলিভিশনে প্রচারিত হয়েছে। সেখানে ভ্লাদিমির পুতিন বলেন, ‘ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান করার বিকল্প ছিল না। রাশিয়া এমন দেশ নয় যে, স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের জন্য নিজেদের সার্বভৌমত্বের সঙ্গে আপস করবে।’

যেকোনো অবস্থাতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হতো জানিয়ে তিনি বলেন, ‘এসব নিষেধাজ্ঞার কারণে কিছু প্রশ্ন, সমস্যা এবং অসুবিধা আছে। কিন্তু অতীতে আমরা সেগুলো কাটিয়ে উঠেছি এবং এখন আবারও সেগুলো কাটিয়ে উঠবো। শেষ পর্যন্ত এটি আমাদের স্বাধীনতা, স্বয়ংসম্পূর্ণতা এবং সার্বভৌমত্ব বৃদ্ধির দিকেই পরিচালিত করবে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘মস্কো অন্যতম প্রধান শক্তি উৎপাদনকারী দেশ। যারা ইউরোপের এক তৃতীয়াংশ গ্যাস সরবরাহ করে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, তারা আমেরিকান বাজারে রাশিয়ান তেল আমদানি বন্ধ করছে। এর ফলে সেখানে দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে। তারা তাদের নিজেদের ভুলের ফল আমাদের ওপর দোষারোপ করার চেষ্টা করছে।’

Share this news on: