দ. আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন ৪ ক্রিকেটার

২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে প্রথম ধাপে
দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্য ঢাকা ছেড়েছে চার ক্রিকেটার। মোট তিন ভাগে বিভক্ত হয়ে টাইগাররা যাবে প্রোটিয়াদের দেশে।

আজ প্রথম ধাপে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়েছেন নাসুম আহমেদ, ইয়াসির রাব্বী, নাজমুল শান্ত ও এবাদত হোসেন আর রাতে দ্বিতীয় ধাপে যাবে আরও কয়েকজন ক্রিকেটার। বাকিরা ফ্লাইট ধরবে আগামী কাল। 

দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লীগের অংশ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। দক্ষিণ আফ্রিকা পৌঁছানোর পর আগামী ১৪ই মার্চ থেকে অনুশীলন করবে বাংলাদেশ।

'১৮ই মার্চ সেঞ্চুরিয়নে শুরু হবে প্রথম ওয়ানডে। জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচটি হবে ২০শে মার্চ। এরপর সিরিজের তৃতীয় ম্যাচটিও সেঞ্চুরিয়নে হবে ২৩শে মার্চ। ৩১শে মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথে। এক মাসের সফর শেষে ১৩ই এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে টাইগারদের'।

Share this news on: