ইইউ সদস্য হতে পারছে না ইউক্রেন

ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জোটভুক্ত দেশের নেতারা। আজ শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ভার্সাই শহরে ইইউ নেতাদের সম্মেলনে ইউক্রেনকে 'ইউরোপীয় পরিবারের অংশ' হিসেবে উল্লেখ করা হলেও জোটের সদস্য হওয়ার বিষয়ে দীর্ঘ প্রক্রিয়ার কথা বলা হয়েছে।

২৭ সদস্যের এই জোটের সম্মেলন আজ ভোররাতে শেষ হয়েছে।

সম্মেলনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ পলেনকোভিচ জানান, 'কেউই হুট করে ইইউ সদস্য হননি।'

ইইউয়ের সদস্য বাড়ানোর বিরোধিতাকারী নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুতে বলেন, 'জোটে জরুরিভিত্তিতে সদস্য নেওয়ার ব্যবস্থা নেই।'

Share this news on: