ইউক্রেনের আকাশে পেট্রল বোমার ড্রোন

রাশিয়ান সেনাদের প্রতিহত করতে মলোটভ ককটেল (পেট্রলবোমা) ছোড়ার জন্য নতুন একটি ড্রোন তৈরি করেছে ইউক্রেন। এটি ব্যবহার করে উঁচু থেকে লক্ষ্যবস্তুতে মলোটভ ককটেল ছুড়ছে ইউক্রেনীয়রা।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ছবির বরাত দিয়ে বিবিসি এসব তথ্য জানিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল মলোটভ ককটেল ড্রোনটি তৈরি করেছে। এতে চারটি ব্লেড আছে।

রয়টার্সে প্রকাশিত ঐ ছবিতে দেখা যায়, ড্রোনের নিচের দিকে মলোটভ ককটেল বোতলটি লাগানো থাকে। তবে ড্রোন থেকে ফেলা বোতলটি কীভাবে জ্বলে ওঠে, তা জানা যায়নি।

ধারনা করা হচ্ছে,ড্রোন থেকে পেট্রলভর্তি বোতলটি ফেলার সময় এর মুখের অংশ ওপরের দিকে থাকে। লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই যেন বোতলে থাকা তরল ফুরিয়ে না যায়, তা নিশ্চিত করতে এ ব্যবস্থা রাখা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ শনিবার এ অভিযান ১৭তম দিনে গড়িয়েছে। 

Share this news on: