কিয়েভ দখলের দ্বারপ্রান্তে রাশিয়া, বিজয় দেখছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রায় প্রতিটি প্রধান শহরে রুশ বিমান হামলায় প্রকম্পিত এবং রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার জন্য ঘিরে ফেলেছে রাশিয়া। এমন সময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধে 'একটি কৌশলগত টার্নিং পয়েন্টে পৌঁছেছে'।

আজ শনিবার আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ভিডিওবার্তা দেন জেলেনস্কি বলেন, 'এটা বলা অসম্ভব যে আমাদের মাতৃভূমি মুক্ত করতে আরও কত দিন লাগবে। তবে এটা বলা সম্ভব যে আমরা এটি করব।'

তিনি আরও বলেন, 'আমরা ইতোমধ্যে আমাদের লক্ষ্য, আমাদের বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি।'

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ১৬তম দিনে রুশ বাহিনী দেশটির উত্তর-পূর্ব দিক থেকে কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে।


অন্যদিকে আজ সিএনএন, বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিয়েভকে প্রায় ঘিরে রেখেছে। পাশাপাশি হামলাও চালাচ্ছে তারা।

যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিসের চিত্রে দেখা গেছে কিয়েভের উত্তর-পশ্চিমে বেশ কয়েকটি জায়গায় আগুনের ছবি। ইউক্রেনের হোস্টোমেলের আন্তোনোভ বিমানবন্দরে আগুনের চিত্র দেখা গেছে।

আরেকটি স্যাটেলাইট চিত্রে ম্যাক্সার জানিয়েছে, 'আমরা কিয়েভের উত্তর-পশ্চিমে মোসচুনে বাড়িঘর জ্বলতে দেখেছি। স্যাটেলাইট কোম্পানিটির দাবি, ছবিতে রাজধানীর উত্তর-পশ্চিমে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়গুলোও দেখা সম্ভব'।

Share this news on: