‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনে ভোগ্যপণ্যের কর কমানো হবে’: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনে ভোগ্যপণ্যের কর কমানো হবে'। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, 'আমদানি পর্যায়ে শুধু তেল নয়, আরও অনেক পণ্যের কর দুই একদিনের মধ্যেই কমানো হবে'।

রোববার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং রমজানকে সামনে রেখে সরকারের অনুষ্ঠিত জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিশ্বে ভোজ্যতেলের দাম বাড়ছে, যার ধাক্কা দেশেও লেগেছে'। 

তিনি জানান, 'কারসাজি করে কেউ যাতে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে এবং পণ্যদ্রব্য মজুত করে রেখে যাতে কেউ ব্যবসা করতে না পারে, তা নিয়ন্ত্রণ করা হবে'।

এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

Share this news on: