আজ দেশে আসছে হাদিসুর রহমানের মরদেহ

ইউক্রেনে নিহত বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের মরদেহ আজ বেলা সোয়া ১২টার দিকে ঢাকায় আসছে।

রবিবার (১৩ই মার্চ) আবহাওয়াজনিত কারণে ফ্লাইট বাতিল হওয়ায় আজ দুপুরে আসছে হাদিসুরের মরদেহ। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কে ভারি তুষারপাতের কারণে হাদিসুরের মরদেহবাহী ইস্তাম্বুল থেকে ঢাকাগামী কার্গো ফ্লাইটটি রবিবার বাতিল হয়। বাতিল হওয়া কার্গো ফ্লাইটের পরিবর্তে মরদেহ পরিবহনের জন্য তুরস্ক থেকে ঢাকাগামী যাত্রীবাহী ফ্লাইট বরাদ্ধ নেয়া হয়েছে, টার্কিশ এয়ারের জিরো সেভেন টু টু ফ্লাইটের সূচী অনুযায়ী রবিবার রাতেই হাদিসুর রহমানের মরদেহ আসার কথা ছিল।

গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে বাংলার সমৃদ্ধি জাহাজটি।

২রা মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট ও ইউক্রেন সময় ৫টা ২৫ মিনিটে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। নিহত হন হাদিসুর রহমান।

Share this news on: