'আন্তর্জাতিক নৌপথ থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করছে রাশিয়া’

কৃষ্ণসাগরে অবরোধ সৃষ্টি করে 'ইউক্রেনকে আন্তর্জাতিক নৌপথ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিচ্ছে' বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন বলা হয়, যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে—'রুশ নৌ বাহিনী ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলে দূরবর্তী অবরোধ সৃষ্টি করেছে'।

এতে আরও বলা হয়, 'রাশিয়া সেখান থেকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে'।

এ ছাড়া, কৃষ্ণসাগরের সঙ্গে সংযুক্ত আজভ সাগরে রাশিয়া ইতোমধ্যে উভয়চর যান মোতায়েন করেছে। আগামী দিনগুলোতে সেখান থেকেও অভিযান চালানো হতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

Share this news on: