সৌদি ইমিগ্রেশনের সকল কার্যক্রম সম্পন্ন হবে ঢাকায় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এখন থেকে সৌদি আরবগামী বাংলাদেশিদের সৌদি অংশের ইমিগ্রেশনের সকল কার্যক্রম ঢাকায় সম্পন্ন হবে। বুধবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি এ সব কথা বলেন তিনি। জানান, সৌদিআরবের ২০টি বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ করেছি। আমাদের আশা, শতভাগ ভিসা অনুমোদন হবে'। এছাড়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছি।

এ সময় মন্ত্রী, বাংলাদেশে বিশেষায়িত শিল্পাঞ্চলে সউদি আরবের ২৮ কোম্পানি বিনিয়োগে আগ্রহী বলে জানান। বলেন, সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে। আমরা এ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছি।

তিনি আরও বলেন, প্রতি বছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে, মাত্র ৮০ জন শিক্ষার্থী যায়। কোটা কেন পূরণ হয় না, সেটা আমাদের দেখতে হবে।

Share this news on: