টাইমস স্কয়ারে ইফতারি, তারাবিহ পড়লেন মুসলিম নিউইয়র্কাররা

নিউইর্য়কের টাইমস স্কয়ারে মাহে রমজানের ইফতারি ও তারাবির নামাজ আদায় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম এমন একটি উদ্যোগের বাস্তবায়ন হলো।

নিয়ন আলোর ঝলকানিময় আর সারাক্ষণ লোকে লোকারণ্য হয়ে থাকা চত্ত্বরটি এসময় ছিল একান্তই মুসলিম আমেরিকানদের।

শনিবার প্রথম রমজানে এখানে ইফতারি করেছেন ১৫০০ মানুষ এবং রাত আটটায় এক হাজার মানুষ জামাতের মাধ্যমে তারাবির নামাজ পড়েন। 

সোশাল মিডিয়ার মাধ্যমে টাইমস স্কয়ারে প্রথমবারের মতো নামাজ আদায় করার একটি আহবান জানানো হয়। টাইমস স্কোয়ারে প্রথম তারাবিহ নামাজ নামে একটি প্রচারনা চালানো হলে সেই আহবানে সাড়া দেন ১২শ জন। সে অনুসারে শনিবার বিকেল থেকে সেখানে বিভিন্ন স্থানের রোজাদাররা জমায়েত হতে শুরু করেন। ইফতারির সময় সবাই এক সাথে ইফতারি করেন। তারপর রাত আটটায় তারাবির নামাজের আগে ও পরে করা হয় কুরআন তেলাওয়াত। 

নামাজ শেষে বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে এই আয়োজনের উদ্দ্যেশ্য তুলে ধরেন আয়োজকরা। তারা বলেন, যারা ইসলাম ধর্ম সর্ম্পকে জানেন না তাদের কাছে ব্যাখ্যা করতে এসেছি, ইসলাম একটি শান্তির ধর্ম। আরও বলেন,"মাহে রমজান মুসলমানদের কাছে এটি শুধুমাত্র উপবাসের জন্য নয়, এটি সে জন্য আমরা যাতে বুঝতে পারি যে যারা খাদ্য নিরাপত্তাহীন তারা কেমন অনুভব করে। আমরা আসলে এটি করছি যাতে আমরা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রভু, আল্লাহর নিকটবর্তী হতে পারি। 

Share this news on: