ইমরান খানের জাতীয় পরিষদ ভেঙে দেয়া বেআইনি: সুপ্রিম কোর্ট

পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এক অনাস্থা প্রস্তাব অনুমোদন দিয়েছে সাথে জাতীয় পরিষদকে বহাল রেখে রায়ও প্রদান করে।

যে রায়ে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদলের অনাস্থা প্রস্তাবটি খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি আইনলঙ্ঘনের মতন কাজ করেছেন, এবং এতে পাকিস্তানের সংবিধানের ৯৫ ধারাও লঙ্ঘিত হয়েছে।

প্রধান বিচারপতি উমর আতা বানডিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের এক বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেয়।

ইমরান খান রাষ্ট্রপতিকে জাতীয় পরিষদ ভেঙে দেয়ার যে সুপারিশ করেছেন তা বেআইনি বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সাথে আগামী শনিবার জাতীয় পরিষদের অধিবেশন বসার নির্দেশ দিয়েছে।

Share this news on: