ছয় মাস পর পৃথিবীতে ফিরে এলেন তিন চীনা নভোচারী

ছয় মাস পর পৃথিবীতে নিরাপদে অবতরণ করেছেন তিন চীনা নভোচারী। কক্ষপথে চীনের মহাকাশ স্টেশন নির্মাণে অংশ নেওয়ার জন্য তাদের পাঠানো হয়েছিল। সেখানে তারা ছয়মাস অবস্থান করার পর শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় পৃথিবীতে ফিরে আসেন। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া এ খবর প্রকাশ করেছে।

মহাকাশযান শেনঝু-১৩ এ করে ফিরে আসা তিন চীনা নভোচারী হলেন ঝাই ঝিগ্যাং, ওয়াং ইয়াপিং ও ইয়ে গুয়াংপু। চীনের উত্তরাঞ্চলে তারা অবতরণ করেন। তারা সুস্থ আছেন বলে জানানো হয়েছে চীনের সংবাদমাধ্যমে।

গত অক্টোবরে চীনের গোবি মরুভূমি থেকে ওই তিন নভোচারী মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করেন। চীন প্রথমবারের মতো স্থায়ী মহাকাশ স্টেশন নির্মাণ করছে। এর নাম দেওয়া হয়েছে তিয়ানগং, বাংলায় যার অর্থ স্বর্গীয় প্রাসাদ। সেই স্টেশন নির্মাণ করতেই নভোচারী পাঠাচ্ছে চীন।

Share this news on: