আবারও নির্বাচন করবেন তাহেরী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রার্থী হবেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তাহেরী।

তবে এবারও গতবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, নাকি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হবেন, সে বিষয়ে ধোঁয়াশা কাটিয়ে দেননি তাহেরী।

এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ডাব প্রতীকে নির্বাচন করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেবার পরাজিত তাহেরী পেয়েছিলেন তিন হাজার ৫ ভোট। 

সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ১০৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন কাজী মো. মহিউদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীকে।

Share this news on: