নিহতের সংখ্যা লুকাতে গণকবর দিচ্ছে রাশিয়া: মেয়র

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের এক লক্ষ সাধারণ নাগরিকদের ভাগ্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের হাতে বলে মন্তব্য করেছেন শহরটির মেয়র। শহরটি রাশিয়া দখলে নেয়ার দাবি করার পর কৌশলগতভাবে এই মন্তব্য করেন যুদ্ধবিধ্বস্ত শহরটির মেয়র।

শুক্রবার (২২ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনমতে, তিনি আরও বলেন, উপগ্রহ থেকে পাওয়া মারিউপোলের একটি গণকবরের ছবি প্রমাণ করে যে, রাশিয়ার সেনারা নিহতের সংখ্যা লুকাতে মৃতদেহ কবর দিচ্ছে।

বৃহস্পতিবার (২১এপ্রিল) মারিউপোলকে ‘মুক্ত’ করা হয়েছে বলে ঘোষণা করেন পুতিন। এর ফলে টানা প্রায় দুই মাসের সামরিক অভিযোনে প্রথম বড় কোনো ইউক্রেনীয় শহর দখলে নিলো রাশিয়া। যদিও চলমান এই ‘বিশেষ সামরিক অভিযানে’ বেসামরিক মানুষজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা অস্বীকার করেছে মস্কো।

Share this news on: