ইউক্রেন গিয়ে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের প্রধান

ইউক্রেন গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী সপ্তাহে জাতিসংঘের মহাসচিব এই সফর করবেন বলে গতকাল শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

একটি বিবৃতিতে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, দুদিনের মস্কো সফরের পর জাতিসংঘের মহাসচিব ইউক্রেনে যাবেন। গুতেরেস জেলেনস্কি এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এ নিয়ে বিভক্ত হয়ে পড়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো। চীন রাশিয়ার হামলায় নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

যুদ্ধ বন্ধ করতে এরই মধ্যে জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন গুতেরেস। যুদ্ধ শুরুর পর গত ২৬ মার্চ জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেন আন্তোনিও গুতেরেস। তবে পুতিন জাতিসংঘের মহাসচিবের কোনো ফোন ধরেননি।

Share this news on: