তিউনিসিয়ায় নৌকা ডুবে ১২ শরণার্থীর মৃত্যু

তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে এই নৌকাডুবির ঘটনা ঘটে। রোববার (২৪ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিউনিসিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন,' ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়া থেকে ১২০ জন আফ্রিকান অভিবাসী ও শরণার্থী বহনকারী চারটি নৌকা ডুবে যায় স্ফ্যাক্স উপকূলে। এতে অন্তত ১২ জন মারা গেছেন এবং আরও ১০ জন নিখোঁজ হয়েছেন।'

তিউনিসিয়ার কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারি বলেছেন, 'স্ফ্যাক্স উপকূলে ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে।'

সূত্র : রয়টার্স

Share this news on: