ঈদ যাত্রার দ্বিতীয় দিনে শিডিউল বিভ্রান্তির সম্ভাবনা

গতকাল বুধবার থেকে শুরু হয়েছে এবারের বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রা। ঈদযাত্রার দ্বিতীয় দিনে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে নগরবাসী। প্রথম দিনের মতো ২য় দিনেও শিডিউল বিপর্যয়ে ট্রেনযাত্রা।

আজ বৃহস্পতিবার চলছে ঈদযাত্রার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খুব বেশি ভিড় দেখা যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট পেতে ভোগান্তি পোহাতে হলেও যাত্রা পথে কোনো সমস্যা হবে না-এমনটাই প্রত্যাশা যাত্রীদের।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাতটায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে সোনার বাংলা এক্সপ্রেস। তবে সেটিও নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে স্টেশন ছেড়ে যায়।

এদিকে নীলসাগর এক্সপ্রেস ৬টা ৪০ নীলফামারির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যথাসময়ে যাত্রা শুরু করেনি সেটিও। এছাড়া মহানগর এক্সপ্রেস সকাল ৬টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও কিছুটা দেড়িতে স্টেশন ছেড়েছে। 

স্টেশন থেকে ৯টা ২০ মিনিটে উত্তরাঞ্চলগামী রংপুর এক্সপ্রেস গতকালের মত বিলম্ব হওয়ায় বিকল্প হিসেবে মোহনগঞ্জ এক্সপ্রেস চালু করেছে রেল কতৃপক্ষ। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোন শিডিউল বিপর্যয় ঘটেনি ট্রেনের। 

Share this news on: