রাজধানীতে ১ হাজার ৪৬৮টি ঈদ জামাত

রাজধানীতে এবার ১ হাজার ৪৬৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

করোনা মহামারির কারণে সঙ্গনিরোধ অবস্থায় ঈদ উদ্‌যাপন করায় গত দুই বছর চিরাচরিত ঐতিহ্য অনুসারে ঈদগাহে ঈদের জামাত হয়নি।

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত সকাল ৭টা অনুষ্ঠিত হবে। মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে মসজিদের পেশ ইমাম মুহিবুল্লাহিল বাকী নদভীর ইমামতিতে। এ সময় মুকাব্বির থাকবেন মসজিদের সাবেক মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারীর ইমামতিতে তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. নাছির উল্লাহ।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায় জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হকের ইমামতিতে। এ সময় মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. শহিদ উল্লাহ।

ঢাকায় ১৪৬৮টি ঈদের জামাত
রাজধানীতে ঈদগাহ ও মসজিদ মিলিয়ে ১ হাজার ৪৬৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে গতকাল ১ মে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম। এর মধ্যে আজিমপুর ছাপড়া মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। পুরান ঢাকার লালবাগ শাহি মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে। আজিমপুর কবরস্থান মসজিদে সকাল ৮টা থেকে শুরু হয়ে চারটি জামাত হবে।

Share this news on: