চার স্তরের নিরাপত্তায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত

দুই বছর পর পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। 

প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।


এবারের ঈদে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ডিএমপি।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ঈদ জামাতে আসা মুসল্লিরা শুধু জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। মুসল্লিদের আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। কারো সঙ্গে ব্যাগ থাকলে তল্লাশি করা হবে। এ কারণে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে ঈদগাহে আসার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি।

Share this news on: