পিকে হালদারকে দেশে ফেরাতে দুদকের টিম গঠন

প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারকে দেশে ফেরানোর প্রক্রিয়া বাস্তবায়ন করতে একটি টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার (১৮ মে) এ টিম গঠন করে সংস্থাটি। প্রথম ধাপে এ টিমে দুদকের উপপরিচালক সালাউদ্দিন এবং গুলশান আনোয়ার প্রধানকে রাখা হয়েছে। পর্যায়ক্রমে এ টিমের সংখ্যা বাড়ানো হতে পারে। 

পিকে হালদার চক্রের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং এবং ফাস ফাইন্যান্সসহ চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ঋনের নামে লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। ঋণ জালিয়াতির ঘটনায় দুদক এ পর্যন্ত ৩৬টি মামলা করেছে। আরো এক ডজন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি- এর হাতে গ্রেপ্তার হওয়া পি কে হালদার ও তার ভাই প্রাণেশ হালদারসহ সহ মোট ছয় জনকে। আদালত ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে তাদের।

Share this news on: