বিশ্বে খাদ্য সংকটের কারণ হতে পারে ইউক্রেন যুদ্ধ : জাতিসংঘ

ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্য সংকট তৈরি হতে পারে বলে হুশিয়ারি করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস।তিনি আরও বলেন, এই যুদ্ধে মূল্য বৃদ্ধির কারণে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানান, ইউক্রেনে খাদ্য সংকট মোকাবেলায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে চেয়েছে বিশ্বব্যাংক।

জাতিসংঘ মহাসচিব বলেন, 'ইউক্রেন যদি যুদ্ধ শুরুর আগের মাত্রায় রফতানি ফের শুরু করতে না পারে তাহলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে আর সেই দুর্ভিক্ষ কয়েক বছর চলবে'।

এই যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দর থেকে রফতানি বন্ধ হয়ে গেছে। এসব বন্দর থেকে এক সময়ে বিপুল পরিমাণ সূর্যমূখী তেল, ভুট্টা এবং গমের মতো খাদ্য শস্য রফতানি হয়েছে। এতে বৈশ্বিক সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং এর বিকল্পগুলোর দাম বেড়ে গেছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এই বছর বিশ্বে খাদ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে।

Share this news on: