রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে ৩৩ জনকে আটক করেছে নৌবাহিনী

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে ৩৩ শিশু, নারী ও পুরুষকে আটক করেছে নৌবাহিনী। সেন্ট মার্টিন উপকূল থেকে বুধবার (১৯ মে) রাতে ১২ নারী ও এক শিশুসহ ৩৩ জনকে আটক করা হয়।

গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন নৌবাহিনীর ক্যাপ্টেন ও বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম। তিনি জানান, আটক ব্যক্তিরা দালালচক্রের মাধ্যমে বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে বেরিয়ে আসেন। এরপর টেকনাফের বাহারছড়ার একটি সাগর পয়েন্ট দিয়ে নৌকায় ওঠেন। সেখান থেকে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। এ সময় নৌবাহিনীর টহল জাহাজ তাদের আটক করে। পরে উদ্ধারকৃত রোহিঙ্গাদের খাদ্য ও চিকিৎসা দেয়ার পর সেন্টমার্টিন কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

Share this news on: