মানুষ ভালো থাকলে ফখরুল সাহেবের মন খারাপ হয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো থাকলে ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি এখন পদ্ম সেতু দেখে গাত্রদাহ হচ্ছে। তাই আওয়ামীবিরোধীদের মন খারাপ।

গাজীপুরে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই আমরা মহাআকাশ জয় করেছি, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে।

স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ, আহসান উল্লাহ মাস্টার, ময়জুদ্দীনের গাজীপুরে কেন দলীয় কোন্দল? নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি।

এ সময় সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড.আবদুর রাজ্জাক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ কেন্দ্রীয় নেতারা।

শিল্প-অধ্যুষিত এ জেলায় দীর্ঘ ১৯ বছর পর জাঁকজমকপূর্ণ সম্মেলন হচ্ছে। শহরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে বিপুলসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন। কড়া নিরাপত্তাবলয় তৈরিসহ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news on: