কুমিল্লায় হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে রিফাত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
৫৪টি কেন্দ্রের বেসরকারি ফলে আরফানুল হক রিফাত ২৫,১৪৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর টেবিল ঘড়ি প্রতীকের সাক্কু ২৩,৫৪৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ ফল ঘোষণা করেন। বাকি সব কেন্দ্রের ফল ঘোষণার প্রক্রিয়া এখনো চলমান আছে।

এবার নির্বাচনে পাঁচজন মেয়রপ্রার্থী রয়েছেন। তবে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সারে মধ্যে। সাক্কু গত দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন। বাকি দুজন প্রথমবারের মতো লড়াই করছেন। ফলে কুমিল্লাবাসীর মুখে এখন প্রশ্ন—সাক্কুর হ্যাটট্রিক নাকি নতুন মুখের অভিষেক।

Share this news on: