ঋণ খেলাপিদের ঋণ পুন:তফসিলের সুবিধা: বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ক্ষুব্ধ হাইকোর্ট

ঋণ খেলাপিদের ঋণ পুন:তফসিলের সুবিধা দেয়ায় বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ক্ষুব্ধ হাইকোর্ট। আইনের লঙ্ঘন হলে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণে দুদক ও রাষ্ট্রপক্ষকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

ডেইলি স্টারে মঙ্গলবার (২৮ জুন) এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন দেখে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। 

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাইকোর্টে বেঞ্চ খতিয়ে দেখতে বলেন।

ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, নিজস্ব নিয়মের চরম লঙ্ঘন করে, কেন্দ্রীয় ব্যাংক একটি কথিত অর্থপাচারকারীকে জাল নথির মাধ্যমে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) থেকে নেওয়া ১৯৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনর্নির্ধারণ করার অনুমতি দিয়েছে।

অভিযুক্ত মানি লন্ডারার শাহজাহান বাবলুর মালিকানাধীন এসবি এক্সিমের খেলাপি ঋণের ৭১ কোটি টাকার সুদ মওকুফের অনুমতিও দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিসিবিএলকে।

কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক জালিয়াতির মাধ্যমে সুরক্ষিত কোনো খেলাপি ঋণ পুনর্নির্ধারণ করতে পারবে না। এই ধরনের ক্ষেত্রে, একটি ব্যাংককে অবশ্যই আত্মসাৎকৃত তহবিল পুনরুদ্ধারের জন্য একটি আদালতে মামলা দায়ের করতে হবে।


Share this news on: