ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল জিপি

দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন (জিপি) গ্রাহকদের জন্য নিয়ে এল দুঃসংবাদ। জিপি ব্যবহারকারীরা এখন থেকে ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না। এতদিন রিচার্জের সর্বনিম্ন সীমা ছিল ১০ টাকা।

গতকাল শুক্রবার (১ জুলাই) এক এসএমএসে এ তথ্য জানায় গ্রামীণফোন। স্বাধীনভাবে এবারই প্রথম কোনো বাংলাদেশি টেলিকম অপারেটর মোবাইল ফোন রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করল।

সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা করা হলেও ১৪ টাকা ও ১৬ টাকার মিনিট প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি ৯ টাকা, ১০ টাকা ও ১৯ টাকার স্ক্র্যাচ কার্ড আগের মতোই ব্যবহার করা যাবে। ১০ টাকা রিচার্জের মত ২০ টাকা রিচার্জের মেয়াদও থাকবে ৩০ দিন।

ভয়েস কল-ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় সম্প্রতি গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। গ্রাহকদের গুণগত সেবা দিতে পারলেই সিম বিক্রি করতে পারার শর্ত জুড়ে দেয়া হয় করপোরেট প্রতিষ্ঠানটিকে।

Share this news on: