এবার ঈদে রাবির হল বন্ধে এলো নতুন নিয়ম

নানা কল্পনার অবসান ঘটিয়ে নতুন সিদ্ধান্ত এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হল বন্ধ নিয়ে। আগামী ঈদুল আজহা উপলক্ষ্যে বন্ধ হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।

এখানে উল্লেখ্য যে গত রোজার ঈদের আগে লম্বা সময় হল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী তাদের সমস্যার কথা বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে তুলে ধরেন। বিশেষ করে অনেকের বিসিএস পরীক্ষা সহ একাডেমিক পরীক্ষা ছিল ঈদের ছুটির পরেই।
অন্যদিকে হিন্দুধর্মাবলম্বীসহ অন্য ধর্মের অনুসারীদের ও আবেদন ছিল হল খোলা রাখার।

সেই সকল বিষয় মাথায় রেখেই এই ঈদুল আজহা তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হল খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় প্রসাশন।
এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরেছে। তারা বলছেন

শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম।

ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা।

এছাড়া জুলাইয়ের ২২ ও ২৩ তারিখ শুক্র ও শনিবার হওয়ায় ২৪ জুলাই থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।

Share this news on: