গাবতলী 'লাল বাদশাহ'র দাম ২৯০ হাজার টাকা! সরাসরি ...

আকর্ষণীয় করতে বড় আকারের গরু ছাগলের বাদশা ‘বস’, ‘রাজাবাবু’, ‘টাইগারবাবু’সহ নানা ধরনের নাম দিয়ে থাকেন খামারিরা। এমনই একজন খামারি তার ছাগলের রেখেছেন 'লাল বাদশা'।

খামারি ছাগলটি নিয়ে ধামরাই জেলার মানিকগঞ্জ থেকে গাবতলী বাজারে এসেছেন। লালা বাদশার দাম হাকানো হচ্ছে দুই লাখ নব্বই হাজার টাকা।

খামারি বলছেন এই দামের কমেও হলে বিক্রি করবেন যদি তার মনমত দাম পাওয়া যায়।

বাজারের পরিস্থিতি নিয়ে খামারি জানান বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ছাগলটি সমস্যা হচ্ছে। বাজারে অনেক গরু,ছাগল থাকায় অনেক গরম লাগছে। তবে ব্যাবসায়ীদের চাওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। 

Share this news on: