৫৭ ধারার মামলায় দীপ্ত টিভির মালিকের দুপুরে জেল, বিকেলে জামিন

দীপ্ত টিভিতে সংবাদ পরিবশেন করায় আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় চ্যানেলটির মালিক ও কাজী গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসানসহ চারজনকে আজ দুপুরে কারাগারে পাঠায় আদালত। 

কিন্তু ঘন্টা তিনেক পর এমডিকে জামিন দিয়েছেন চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল।
কাজী গ্রুপের অপর তিনজনকে আজ কারাগারেই থাকবে আজ।
সোমবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালত দ্বিতীয় দফা শুনানি শেষে এ জামিন আদেশ দেন। 

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমানের বিরুদ্ধে দীপ্ত টিভিতে সংবাদ পরিবেশন করায় ছয় বছর আগে মামলাটি দায়ের করা হয়েছিল নগরের চকবাজার থানায়।

Share this news on: