হাঁস মাছ মুরগি টাকা নিয়েও পদ দেননি শ্রমিকলীগের তোফায়েল

দলের পদ পেতে জমি বন্ধক রেখে টাকা দিয়েছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয সহ সভাপতি তোফায়েল আহমেদকে। এখন তোফায়েল আহমেদ আর ফোন ধরছেন না। উল্টো নাম্বার ব্লক করে দিয়েছেন। 


তোফায়ের আহমেদ বাসায় মেহমান আসার কথা বলে লক্ষিপুর থেকে মাছ আনান। আবার পথে গাড়ির তেল ফুরিয়ে গেছে বলে বিকাশে টাকা আনেন রামগতির সাদ্দাামের কাছ থেকে। 

ঢাকায় তিনদিন ঘুরিয়েও দেননি পদ।


পদ পাননি। এখন ফোনেও পাচ্ছেন না লিডারকে---
বললেন, পদের দরকার নেই লিডারের কাছে দেওয়া সেই ৫ লক্ষ টাকা ফেরত পেতে চান সাদ্দাম। 
সাদ্দাম এবং তোফায়েলের মোবাইলফোন কথোকোপথনে শোনা গেছে- টাকার বিষয়টি। টাকা ফেরত চাচ্ছেন সাদ্দাম। আর তাকে ঘুরাচ্ছেন তোফায়েল।

লক্ষিপুরে শ্রমিকলীগের পদ দেবেন বলে দুটি ব্যাংক চেকে চারলাখ এবং নগদ এক লক্ষ টাকা নিয়েছিলেন তোফায়েল। সোনালী ব্যাংকের তোফায়েলের একাউন্টে সেই টাকা জামা দেওয়ার ব্যাংক রশিদ দেখান সাদ্দাম। 

তবে সাদ্দাম কে চিনেন না বলে- জানালেন তোফায়েল। বললেন, এটা ঠিক না। এটা আসলে মিথ্যাম। এর সাথে আমার এ ধরণের কিছু হয়নি। তবে ব্যাক একাউন্টটি তার বলে স্বীকার করেন। টাকা কিসের ঢুকেছে সেটি ব্যাংক থেকে জেনে জানাবেন ফোন রেখে দেন তোফায়েল।

Share this news on: