৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন যে বক্তব্য দিয়েছেন, তাতে শপথভঙ্গ হয়েছে অভিযোগ করে তার পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রীর পদত্যাগ চেয়ে রোববার রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন এরশাদ হোসেন এরশাদ নামের ওই আইনজীবী।

নোটিশে বলা হয়, ‘একজন মন্ত্রী হিসেবে আপনার কার্যাবলীতে শপথভঙ্গ হয়েছে; পাশাপাশি বাংলাদেশের সংবিধানের ওপর আঘাত, তথা সার্বভৌমত্বের ওপর আঘাত। এ অবস্থায় আপনার পদে থাকার বৈধতা হারিয়েছেন।’

Share this news on: