সরকারি কর্মকর্তাদের জাতির পিতার আদর্শ ধারণের আহ্বান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আধুনিক, উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশের ভিত তৈরি করে দিয়ে গেছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রের সব খাতে কাজ শুরু করেছিলেন তিনি।

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের জনকল্যাণে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

সোমবার বিসিএস কর্মকর্তাদের ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রান্তে যুক্ত ছিলেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন আন্দোলন-সংগ্রাম করেছিলেন। স্বাধীনতা পাওয়ার পর সে লক্ষ্যে তিনি কাজ শুরু করেছিলেন। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান এবং প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো গঠনের কাজ শুরু করেছিলেন তিনি, কিন্তু শেষ করে যেতে পারেননি। ঘাতকের দল তাকে নির্মমভাবে হত্যা করে।

Share this news on: