নিরাপদে নিজ দেশে ফিরতে চায় রোহিঙ্গারা

নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে রোহিঙ্গারা। বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজারের উখিয়ার কতুপালং লম্বশিয়া ক্যাম্পের সামনে তারা সমাবেশের জন্য প্রস্তুতি নেন।

সমাবেশে লাখের অধিক মানুষের সমাগমের কথা রয়েছে। সমাবেশে নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানানো হবে। এছাড়া মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বানও জানানোর কথাও রয়েছে। 

সমাবেশ কারা আয়োজন করেছে এমন প্রশ্নে এক রোহিঙ্গা বলেন, ন্যায্য অধিকার আদায়ের জন্য কোনো কিছুই আয়োজন করতে হয় না। এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছে।

বিক্ষোভ মিছিলে থাকা শাহ আলম নামে এক রোহিঙ্গা বলেন, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্যই আমরা আজকের এই বিক্ষোভ করেছি।

আমরা কি চাই, তাই জানানোর জন্যই আমাদের এই প্রয়াস। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। নিজ দেশে ফিরে যেতে চাই। আর সেজন্য আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাই।

Share this news on: