গ্রিন ইউনিভার্সিটিতে আধুনিক মিডিয়া ল্যাব উদ্বোধন

শিক্ষার্থীদের যুগোপযোগী পাঠদান ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আধুনিক মিডিয়া ল্যাব উদ্বোধন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। 

শুক্রবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উদ্যোগে নবনির্মিত এ ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

এর আগে, বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘বাংলাদেশের উন্নয়ন সাংবাদিকতা : সম্ভাবনা ও প্রস্তুতি’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও শাইখ সিরাজ ছাড়া আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ।

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, আগামীর কৃষি বর্তমানের চেয়ে অনেক চ্যালেঞ্জের হবে। এর মূল কারণ হলো জলবায়ু পরিবর্তন, যার প্রভাব ইতোমধ্যেই দেশের অনেক অঞ্চলে পড়তে শুরু করেছে।

Share this news on: